ডেবরা: ডেবরা থানার ওসি যাচ্ছেন খড়্গপুর লোকাল থানায় ওসি হিসেবে,শুভেচ্ছা জানালেন পুলিশ কর্মীরা
গতকাল পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন থানার ওসিদের রদ বদল হয়েছে। এটি রুটিন রদবদল বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার। ডেবরা থানার ওসি প্রণয় রায়ের পোস্টিং হয়েছে খড়গপুর লোকাল থানার ওসি হিসেবে। তাই বৃহস্পতিবার সন্ধ্যায় ডেবরা থানায় প্রণয় রায় কে শুভেচ্ছা জানালেন পুলিশ কর্মীসহ জনপ্রতিনিধিরা। তারপরেই প্রণয় রায় খড়গপুর লোকাল থানার উদ্দেশ্যে রওনা দেন।