দার্জিলিং-পালবাজার: একটানা লাগাতার ভারী বৃষ্টিপাতের ফলে ১০ নম্বর জাতীয় সড়কের শ্বেতী ঝড়ায় ধস, চলছে রাস্তা স্বাভাবিক করার কাজ
একটানা লাগাতার ভারী বৃষ্টিপাতের ফলে ১০ নম্বর জাতীয় সড়কের শ্বেতী ঝড়ায় ধস। বাংলা সিকিমের লাইফ লাইন এই ১০ নম্বর জাতীয় সড়কের বেশ কিছুটা অংশ তিস্তার গর্ভে চলে যায়। শুধু তাই নয় রাস্তার বিভিন্ন জায়গায় ফাটল ধরতেও শুরু করেছে। এটাই আতঙ্ক বাড়ছে ওই পথে চলাচলকারী মানুষদের। কারণ যে কোন সময় নেমে আসতে পারে বড় বিপদ। সম্পূর্ণ রাস্তা চলে যেতে পারে তিস্তার গর্ভে। অবিলম্বে এই রাস্তাকে মেরামতের দাবি জানিয়েছেন স্থানীয়রা।