বোলপুর-শ্রীনিকেতন: বোলপুর মহকুমা হাসপাতালে মৃতদেহ নিয়ে নাটক, মৃতের আত্মীয়দের বিক্ষোভে উত্তাল হাসপাতাল চত্বর
গত রবিবার থেকে নিখোঁজ থাকা বোলপুর মকরমপুর বাগান পাড়ার বাসিন্দা নদীয়া হেমরমের মৃতদেহ গতকাল দুপুরে উদ্ধার হয় পারুলডাঙ্গার রক্তকুরি দীঘি থেকে। মৃতদেহটি উদ্ধারের পর নিয়ে আসা হয় বোলপুর মহকুমা হাসপাতালে। আজ ২৩ শে সেপ্টেম্বর আনুমানিক বিকেল ৪ টে ৩০ মিনিট নাগাদ নদীয়া হেমরমের পরিবারের অভিযোগ, সোমবার রাতে প্রায় ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে তাঁরা হাসপাতালে মৃতদেহটি নিতে এলে, চিকিৎসকরা জানান পরদিন সকাল ১১টা নাগাদ মৃতদেহ আত্মীয়দের হাতে তুলে দেওয়া হবে। তবে পরদিন ফে