বারাসাত ১: বারাসাত পৌরসভার পৌর প্রধানের রদবদল নিয়ে বারাসাতে সরব কংগ্রেস
বারাসাত পৌরসভার পৌর প্রধানের রদবদল নিয়ে বারাসাতে সরব কংগ্রেস গতকাল হঠাৎ বারাসাত পৌরসভার পৌর প্রধানের রদবদল হয়। বারাসাত পৌরসভার নতুন পৌর প্রধান হতে চলেছেন সুনীল মুখার্জী। এই নিয়ে আজ সন্ধ্যে ছটা নাগাদ বারাসাতে সরব হলেন কংগ্রেসের নেতা নীলাভ ব্যানার্জি