ডোমকল: দীপাবলির আগে অবৈধ বাজি বিক্রিতে লাগাম! ডোমকলে পুলিশের কড়া অভিযান
দীপাবলির আগে অবৈধ বাজি বিক্রিতে লাগাম! ডোমকলে পুলিশের কড়া অভিযান দীপাবলির আগেই অবৈধভাবে বাজি বিক্রি রুখতে তৎপর ডোমকল থানার পুলিশ প্রশাসন। শনিবার রাতে ডোমকলের বিভিন্ন বাজার এলাকায় অভিযান চালায় পুলিশের একটি বিশেষ দল। উপস্থিত ছিলেন ডোমকলের এসডিপিও শুভম বাজাজ এবং আইসি পার্থসারথি মজুমদার। সূত্রের খবর, দীপাবলির আগে থেকেই এলাকায় অবৈধ বাজি বিক্রির অভিযোগ পাওয়া যাচ্ছিল। সেই সূত্র ধরেই শনিবার রাতে হানা দেয় পুলিশ। বাজার ঘুরে ঘুরে বাজি বিক্রির দোকানগুলিতে নজরদারি চা