ইংরেজবাজার: ইংলিশ বাজারের শোভা নগর এলাকায় উল্কা কালী দেখতে দর্শনার্থীদের ভিড়
বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ছটার পর থেকেই ইংলিশ বাজারের শোভা নগর এলাকায় উল্কা কালী দেখতে দর্শনার্থীদের ভিড় উপচে পড়ল। জানা গেছে ৫১ ফিটের এই কালি প্রতিমা বহু প্রাচীন। প্রাচীন পরম্পরা অনুযায়ী শতাধিক বছর ধরে হয়ে আসছে এই কালীপুজো। উল্কা কালী নামেই পরিচিত এই পুজো। ভাইফোঁটা সন্ধ্যায় বৃহস্পতিবার যেন দর্শকদের ভিড়ে এক আলাদা মাত্রা পাই এই মন্ডপ প্রাঙ্গণ।