রতুয়া ২: অত্যন্ত নিম্নমানের পোকাযুক্ত চাল বিলি কে কেন্দ্র করে রেশন সামগ্রী বন্টন বন্ধ করে দিল হরিপুর গ্রামের বাসিন্দারা
Ratua 2, Maldah | Sep 16, 2025 রেশন সামগ্রী বন্টন বন্ধ করে দিয়ে প্রতিবাদের সরব হল হরিপুর গ্রামের বাসিন্দারা। অত্যন্ত নিম্নমানের পোকাযুক্ত চাল বিলি করা হচ্ছে এমনটাই অভিযোগ এলাকাবাসীর। রেশন ডিলার অমল সাহা এই ধরনের সামগ্রী বিলি করছিল আর এতেই ক্ষিপ্ত হন এলাকাবাসী।ট্রাক্টর ভর্তি চাল গ্রামবাসীরা না নিয়ে ফেরত পাঠিয়ে দেওয়ার সাথে রেশন ডিলারকে রীতিমত হুঁশিয়ারি দিল গ্রামবাসী। পোকাযুক্ত মানুষের খাওয়ার অযোগ্য চাল দেওয়া হচ্ছে। আর সেই চাল খেলে মানুষ অসুস্থ হবে এমনই অভিযোগ এলাকাবাসীর।