বাঘমুণ্ডী: থানার কালীপুজোয় এবার নীল সাদা প্যান্ডেলে নজর কাড়লো বাঘমুন্ডিতে
থানার কালীপুজোয় এবার নীল সাদা প্যান্ডেলে নজর কাড়লো বাঘমুন্ডিতে। মঙ্গলবার সন্ধ্যা 7 টা নাগাদ লক্ষ করা গেলো। থানা গ্রামরক্ষী বাহিনী সার্বজনীন কালীপূজা কমিটির প্যান্ডেল এবার নীল সাদা পাশাপাশি থানার গেট এবং থানা চত্বর নীল সাদা কাপড়ের প্যান্ডেল তৈরী করে রাজ্য সরকারের সেফ ড্রাইভ, সেভ লাইফ, বাল্য বিবাহ রোধ সহ অন্যান্য ব্যানার দিয়ে সাজানো হয়েছে। পাশাপাশি থানা সংলগ্ন এলাকাকে ইলেকট্রিক লাইট দিয়ে ঝলমলে করে তুলা হয়েছে। থানা চত্বরে পূজোর দিন থেকে শুরু হল এলাকার ছেলে মে