সাঁতুড়ি: সাঁতুড়ির মাড়বেদিয়া হাইস্কুলে 2026সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রস্তুতিমূলক পরীক্ষার আয়োজন করল সাঁতুড়ি-সানরাইজ
সাঁতুড়ি- সানরাইজ আয়োজিত 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য প্রস্তুতিমূলক মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হল মাড়বেদিয়া হাই স্কুলে। এলাকার বিভিন্ন হাই স্কুল থেকে,210 জনেরও বেশি ছাত্র-ছাত্রী উপস্থিত। সাঁতুড়ি_সানরাইজের পক্ষ থেকে জানানো হয় 2026সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এই বিশেষ প্রস্তুতিমূলক পরীক্ষার আয়োজন করা হয়েছিল। পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি পাশের বাঁকুড়া জেলা থেকেও অনেক পরীক্ষার্থী এই পরীক্ষায় বসেছিল।