পাড়া: জবড়রা ঝাঁপড়া ১ নং অঞ্চল বিজেপির কার্যকর্তাদের নিয়ে সাংগঠনিক বৈঠক, উপস্থিত মন্ডল সভাপতি
Para, Purulia | Nov 2, 2025 পাড়া বিজেপির মন্ডল ৪ এর উদ্যোগে জবড়রা ঝাঁপড়া ১ নং অঞ্চল বিজেপির কার্যকর্তাদের নিয়ে রবিবার বিকেল চারটে নাগাদ ঝাঁপড়া হাই স্কুলে এক বিশেষ সাংগঠনিক আলোচনা বৈঠক অনুষ্ঠিত হলো। বৈঠকে আগামী দিনের বিভিন্ন কর্মসূচি সহ বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে দলের সংগঠনকে আরো ভালোভাবে মজবুত করতে বিশেষ আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি শিব শম্ভু বাউরী, রাজ্য কমিটির সদস্য বিকাশ ব্যানার্জি,জেলা কমিটির সদস্য জয়দেব গঁরাই,সমর কর্মকার,জেনারেল সেক্রেটারি সহদেব বাউরি