নিতুড়িয়া: নিতুড়িয়ার গোবাগে BJPর দলীয় কার্যালয়ে বিজেপির সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হল, উপস্থিত যুব মোর্চার প্রাক্তন রাজ্য সভাপতি
সাংগঠনিক বাঁকুড়া জেলা বিজেপির পুরুলিয়ার রঘুনাথপুর বিধানসভার অন্তর্গত নিতুড়িয়া ব্লকের গোবাগে বিজেপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হল একটি সাংগঠনিক বৈঠক। এদিনের ঐ বৈঠকে উপস্থিত হয়েছিলেন রাজ্য বিজেপির প্রাক্তন যুব মোর্চার রাজ্য সভাপতি অমিতাভ রায়,সাংগঠনিক বাঁকুড়া জেলা বিজেপির সাধারণ সম্পাদিকা মামণি বাউরি সহ অন্যান্য নেতৃত্ববৃন্দরা। মামণি বাউরি জানান আগত 2026এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এই সাংগঠনিক সভার আয়োজন করা হয়েছিল।