দেগঙ্গা: আদালতের নির্দেশে রাজনৈতিক সংঘর্ষে অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেফতার করল দেগঙ্গা থানার পুলিশ
আদালতের নির্দেশে রাজনৈতিক সংঘর্ষে অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেফতার করলো দেগঙ্গা থানার পুলিশ। শুক্রবার গভীর রাতে দেগঙ্গা থানায় রাখা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। শনিবার বেলা একটা নাগাদ বারাসত আদালতে পাঠিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে রাজনৈতিক সংঘর্ষের জেরে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা চলছিল আদালতে। কিন্তু একাধিকবার অভিযুক্ত ব্যক্তি আদালতে হাজিরা না দেওয়ায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করে আদালত। শুক্রবার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।