মাথাভাঙা ১: মাথাভাঙ্গা দক্ষিণ ভাঙ্গা মোড় এলাকায় শেয়ালের কামড়ে একজন গুরুতর আহত
শনিবার বেলা 1 টা নাগাদ মাথাভাঙা ১ ব্লকের হাজরাহাট ২ গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ ভাঙ্গামোড় এলাকায় শেয়ালের কামড়ে জখম এক ব্যক্তি।আহত ব্যক্তির নাম অজিত বর্মন। জানা গেছে এদিন ধান খেতে ঘাস কাটতে গিয়েছিলেন সেই সময় আচমকা একটি শেয়াল আক্রমণ করে,ওই ব্যক্তির চিৎকারে স্থানীয়রা ছুটে এলে শেয়াল পালিয়ে যায়।এরপর স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে আসে।