বরজোড়া: দধিমুখাতে দধিমুখা পল্লী কল্যাণ সমিতির নাইট ফুটবল টুর্নামেন্ট 2025র শুভ উদ্বোধনী অনুষ্ঠানে যোগদিলেন বড়জোড়ার বিধায়ক
শনিবার আনুমানিক রাত্রি দশটার সময় এমন ই খবর জানা গেল বাঁকুড়ার বড়জোড়ায় বড়জোড়া বিধানসভার দধিমুখাতে দধিমুখা পল্লী কল্যাণ সমিতির নাইট ফুটবল টুর্নামেন্ট 2025 এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিলেন বড়জোড়ার বিধায়ক অলোক মুখার্জি এছাড়াও উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা পরিষদের পুর্ত কর্মাধ্যক্ষ অর্চিতা বিদ সহ এলাকার বিশিষ্টজনেরা