কুমারগঞ্জ: কুমারগঞ্জ ব্লকে বিভিন্ন পূজা মন্ডপ ঘুরে জনসংযোগ সারলেন তৃণমূল নেতা মফিজ উদ্দিন মিয়া
বুধবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের একাধিক পূজোমণ্ডপে পরিদর্শনে যান জেলা আরটিও বোর্ডের সদস্য তথা দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন মিয়া। পূজা মণ্ডপ ঘুরে দেখার পাশাপাশি তিনি সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগও করেন। কুমারগঞ্জ ব্লকের জনপ্রিয় নেতৃত্বদের মধ্যে অন্যতম মফিজ উদ্দিন মিয়া। এদিন বিভিন্ন পূজা কমিটির সঙ্গে সৌহার্দ্য বিনিময় করায় খুশি স্থানীয় বাসিন্দারা।