রামপুরহাট ২: ক্রেডিট কার্ড আপডেটের ফাঁদে প্রতারণা বীরভূমের টাকা উধাও গুরগাঁওয়ে
ক্রেডিট কার্ড আপডেটের ফাঁদে প্রতারণা, বীরভূমের টাকা উধাও গুরগাঁওয়ে ক্রেডিট কার্ড আপডেটের নাম করে প্রতারণার জালে পড়লেন বীরভূমের এক ব্যক্তি। মোবাইলে পাঠানো লিঙ্ক ডাউনলোড করে স্ক্রিন অ্যাকসেস দেওয়ার পর ওটিপি পাঠাতেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে যায়। তদন্তে জানা গেছে, টাকা ট্রান্সফার হয়েছে গুরগাঁওয়ে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মারগ্রাম থানার ওসি জাহিদুল ইসলাম কি সচেতনতামূলক বার্তা দিলেন শুনুন