রানাঘাট ২: জমি বিবাদের জের, আসন্ন কালী পুজোয় লক্ষাধিক টাকা চাঁদা দাবি, দিতে অস্বীকার করায় গাংনাপুর মধ্যপাড়ায় আক্রান্ত মহিলা
চাহিদা মতন চাঁদা না দেওয়ায় এক মহিলাকে মারধর করার অভিযোগ উঠলো এক ব্যক্তির বিরুদ্ধে। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, রানাঘাট 2 ব্লকের গাংনাপুর মধ্যপাড়া এলাকার বাসিন্দা এক মহিলার সাথে পুকুর ও জমি বিয়ে বিবাদ চলছিল স্থানীয় কিছু ব্যক্তির। অভিযোগ, সম্প্রতি আসন্ন কালী পূজা উপলক্ষে ওই মহিলার কাছে লক্ষাধিক টাকা চাঁদা চাওয়া হয়। কিন্তু সেই টাকা দিতে অস্বীকার করেন ওই মহিলা। আর এর পরই সেই ইস্যুকে সামনে রেখে বুধবার দুপুরে ওই মহিলাকে রাস্তায় একা পেয়ে মারধর করে এক ব্যক্তি।