রায়গঞ্জের কসবা এলাকায় এক ২৭ বছর বয়সি যুবকের রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম কৌশল সিং বিষ্ট। পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির সামনে পিঠে করে তাকে কেউ অচেতন অবস্থায় তাঁকে ফেলে রেখে যায়, পরবর্তীতে বিষয়টি পরিবারের লোকজনের নজরে এলে তড়িঘড়ি তাকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘটনার তদন্তে নেমেছে রায়গঞ্জ থানার পুলিশ।