দাসপুরের আশ্রম মাঠ এলাকায় পরিবর্তন সভা করল বিজেপি পান্ডুয়া মন্ডল 4 এর পক্ষ থেকে। সভার শেষে আজ রবিবার রাত আটটা নাগাদ সংগঠন সূত্রে জানা যায় এদিন বিজেপি পান্ডুয়া-মন্ডল চার এর পক্ষ থেকে ইলছোবা দাসপুর গ্রাম পঞ্চায়েতের দাসপুর আশ্রম মাঠ সংলগ্ন এলাকায় এই পরিবর্তন সভা করা হয়।। সভায় উপস্থিত হয়ে বিজেপি পান্ডুয়া মন্ডল চারের মন্ডল সভাপতি রঞ্জিত বিশ্বাস জানান,