ময়ূরেশ্বর ১: সাত সকালেই ট্রাক্টর চাপা পড়ে মল্লারপুরে মৃত্যু ট্রাক্টর চালকের
সাত সকালেই ট্রাক্টরের চাকায় পৃষ্ট হয়ে মৃত্যু হল ট্রাক্টর চালকের। ঘটনাটি ঘটেছে আজ সকালে বীরভূমের 14 নম্বর জাতীয় সড়কের উপর মল্লারপুর মোদীয়ান কলেজ মোড়ের কাছে। এ বিষয়ে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে মোহাম্মদ বাজার থানা এলাকা থেকে বালি বোঝাই করে নিয়ে আসছিল এক ট্রাক্টর চালক। তবে গাড়ি চালকের অসাধারণতার কারণে এই পথ দুর্ঘটনা ঘটেছে বলে অনুমান করা হচ্ছে। যদিও স্থানীয়দের মতে ভিন্নমত উঠে আসছে এই পথ দুর্ঘটনা নিয়ে।