শনিবার জয়পুর আবগারি সার্কেল জয়পুর ব্লকের ভেড়িয়া সহ একাধিক এলাকায় অবৈধ মদ বিক্রি ও তৈরি রুখতে অভিযান চালিয়ে ভেড়িয়া এলাকা থেকে অবৈধ 10 লিটার আইডি মদ বাজেয়াপ্ত করে নষ্ট করে দেয়।নিয়মিত অভিযান চলবে জানানো হয় আবগারি সার্কেল থেকে।
জয়পুর: অবৈধ মত বিক্রিও তৈরী করতে অভিযান আবগারি দপ্তর ভেড়িয়া সহ একাধিক এলাকায় - Jaipur News