মুরারই ১: গোড়সা অঞ্চলের বাংলার ভোট রক্ষা শিবিরের বিশেষ পরিদর্শন করলেন ব্লক সভাপতি বিনয় কুমার ঘোষ
মুরারই এক নম্বর ব্লকের গোড়সা অঞ্চলের কাশীলা গ্রামের নিকট, বাংলার ভোট রক্ষা শিবিরের বিশেষ পরিদর্শন করলেন মুরারই এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিনয় কুমার ঘোষ।এদিন 28 নভেম্বর শুক্রবার সকালের দিকে শিবিরে এসে, গোড়সা অঞ্চলের সমস্ত ভোটারদের SIR এর ফর্ম ফিলাপ হয়েছে কিনা সে সব বিষয়ে খোজ খবর নেন। এছাড়াও এদিন শিবিরে উপস্থিত ছিলেন গোড়সা অঞ্চল কনভেনর মাফিক শেখ সহ গোড়সা অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা।