বারাসত ২: ডেউপুকুর এলাকায় তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ
বারাসাত ২ নং ব্লকের শাসন পঞ্চায়েতের ডেউপুকুর এলাকায় তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে গতকাল রাতে বোমাবাজি করা হয় বলে অভিযোগ। তৃণমূল নেতা ফরিদ লস্কর তৃণমূলের শাসন অঞ্চলের কনভেনার, তার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি হয় বলে অভিযোগ। রাতেই তার বাড়ি লক্ষ্য করেই বোমাবাজি হয় বলে অভিযোগ। রবিবার বিকেল তিনটে নাগাদ তৃণমূল নেতা ফরিদ লস্কর অভিযোগ করেন তাকে ভয় দেখানোর জন্যই বারবার তার বাড়ির লক্ষ করে বোমাবাজি হচ্ছে। খবর পেয়ে শাসন থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে