গোসাবা: গোসাবার লাহিরিপুর GPর সাধুপুরে খাল থেকে এক অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধার কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়
দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের সুন্দরবন কোস্টাল থানার অন্তর্গত লাহিরীপুর গ্রাম পঞ্চায়েতের সাধুপুর গ্রামের পরিত্যক্ত খালে স্থানীয় মানুষজন এক অজ্ঞাত পরিচয় মহিলার দেহ দেখতে পায় শুক্রবার বিকালে।এলাকার মানুষজন প্রথমে স্থানীয় গ্রাম পঞ্চায়েত খবর দেয়।খবর পেয়ে গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান প্রবীর মন্ডল ঘটনাস্থলে এসে দেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সুন্দরবেন কোস্টাল থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে। নাম পরিচয় জানা যায়নি।