ডেবরা: বাহাদুরপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ধানের জমিতে পড়লো মারুতি গাড়ী,উদ্ধারে এলাকাবাসী
শনিবার বেলা একটা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের বাহাদুরপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ধানের জমিতে উল্টে গেল মারুতি। ঘটনায় অল্প বিস্তার চোট পেয়েছে মারুতিতে থাকা যাত্রীরা। পরে এলাকাবাসীরা উপস্থিত হয়ে ধানের জমি থেকে মারুতিকে উদ্ধার করে। এলাকাবাসীর অভিযোগ প্রতিনিয়ত পশ্চিম পৈতা বাহাদুরপুর যাওয়ার রাস্তায় এই ধরনের দুর্ঘটনা ঘটে।রাস্তার দুই দিকে অতিরিক্ত ফুটপাত না থাকায় এই সমস্যা বলে জানা গিয়েছে।