ধর্মনগর: লালছড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ওবিসি মোর্চার রাজ্য সভাপতি সহ অন্যান্যরা
আজ যুবরাজ নগর বিধান সভার অন্তর্গত লালছড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হয় জলের ফিল্টার । উপস্থিত ছিলেন ত্রিপুরার প্রদেশ ওবিসি মোর্চা সভানেত্রী তথা যুবরাজনগর বিধানসভার প্রাক্তন বিধায়িকা মলিনা দেবনাথ, যুবারাজনগর আরডি ব্লকের চেয়ারম্যান অপর্ণা সিনহা সহ অন্যান্যরা।