যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার রেশ এখনও কাটেনি। ঘটনার এক সপ্তাহ পর প্রথমবার মুখ খুললেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। তবে পুরো ঘটনা নিয়ে এখনই কোনও মন্তব্য করতে রাজি নন তিনি। সাফ জানিয়ে দিলেন, সরকার যে তদন্ত কমিটি গঠন করেছে, আগে তাদের রিপোর্ট প্রকাশ পাক—তার পরেই সব প্রশ্নের উত্তর মিলবে।