মাদারিহাট: হাতি এবং চিতাবাঘ নিয়ে মাদারিহাট এবং ফালাকাটা ব্লকে রবিবার থেকে সচেতনতামূলক প্রচার অভিযান শুরু করলো বনদপ্তর
মাদারিহাট বীরপাড়া এবং ফালাকাটা ব্লকের বন লাগোয়া গ্রাম বিশেষ করে চা বাগানগুলিতে হাতির হানা অব্যাহত। এছাড়া মাঝে মাঝে চিতাবাঘও হানা দিচ্ছে। হাতি এবং চিতাবাঘের আক্রমণে ওই ব্লকে পাঁচ সাত বছরে বেশ কয়েকজনের প্রাণ গিয়েছে। এদিকে গভীর রাতে ঠাকুর দেখে মন্ডপ থেকে বাড়ি ফিরছেন পূন্যার্থীরা। কয়েকটি জায়গায় মেলাও শুরু হতে চলেছে। স্বাভাবিকভাবেই বন্যপ্রাণীর আক্রমণ নিয়ে চিন্তিত বনদপ্তর। বনদপ্তরের মাদারিহাট রেঞ্জ রবিবার থেকে এনিয়ে বিশেষ পদক্ষেপ করেছে। ওই রেঞ্জের আওত