রায়গঞ্জ: পুনরায় উত্তর দিনাজপুর তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি রন্তু দাস কে রায়গঞ্জের তৃণমূল কার্যালয়ে সংবর্ধনা দিল ছাত্ররা
উত্তর দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হলেন রন্তু দাস। শুক্রবার সন্ধ্যায় তৃণমূল কার্যালয়ে জেলা ছাত্র পরিষদের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছাত্ররা উপস্থিত ছিলেন। সংবর্ধনা পেয়ে রন্তু দাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণাঙ্কুর ভট্টাচার্যকে ধন্যবাদ জানান। তিনি বলেন, “দায়িত্ব আরও বেড়েছে, আগামী বিধানসভা নির্বাচনে ছাত্র সমাজকে সঙ্গে কাজ করব।