শুক্রবার সিমলাপাল গ্রাম পঞ্চায়েতের বাগাখুলিয়া ও দোলদেড়িয়া গ্রাম সংসদে অনুষ্ঠিত হল গ্রাম সংসদ সভা ও পাড়া বৈঠক। উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান সুরজিৎ পাঠক। এলাকায় চলমান ও আগামীর উন্নয়ন পরিকল্পনা, গ্রামবাসীদের সুবিধা–অসুবিধা সহ বিভিন্ন সমস্যার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। গ্রামবাসীদের মতামত নিয়েই পরবর্তী পদক্ষেপের দিশা ঠিক করা হবে বলে জানানো হয়।