১ যুবক সৌচালয় ফিরতে গিয়ে সৌচালয়ের মধ্যে পড়ে পেটের ব্যথায় আহত হয়। এরপর পরিবারের লোকজনদের চোখের নজরে আসলে পরে এলাকার এক ওঝার বাড়িতে ঝাড়ফুঁক করতে নিয়ে যায়। সেখানে ওই যুবক সুস্থ না হওয়ায়। তারপর এক গ্রামীণ চিকিৎসালয়ে নিয়ে গেলে। সেখান থেকে ফিরিয়ে দেয়। এরপর ওই যুবককে তড়িঘড়ি চিকিৎসার জন্য নিয়ে আসে গাজোল ইস্টে জেনারেল হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসক ওই যুবককে মৃত্যু বলে ঘোষণা করেন। মৃত্যু ওই যুবকের নাম বিক্রম টুডু, বয়স ১৯ , বাড়ি গাজোল রাণীগঞ্জ তিত