নলহাটি ১: ৫১ সতী পীঠের এক অন্যতম সতীপীঠ বাংলাদেশের ঢাকেশ্বরী মন্দিরের আদলে মন্ডপ তৈরি হল আশ্রমপাড়া নবজাগরণ সংঘের দুর্গাপুজোর
৫১ সতী পীঠের এক অন্যতম সতীপীঠ বাংলাদেশের ঢাকেশ্বরী মন্দিরের আদলে মন্ডপ তৈরি হল আশ্রমপাড়া নবজাগরণ সংঘের দুর্গাপুজোর। আজ রবিবার বেলা ১২ঃ৩০ নাগাদ এমনটাই জানিয়েছেন নলহাটি আশ্রমপাড়া নবজাগরণ সংঘ সার্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোক্তারা। আজ মহাষষ্ঠী শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, প্রত্যেকটি মন্ডপে মন্ডপে সেই মতনই আশ্রমপাড়ার নবজাগরণ সংঘের পুজো মণ্ডপেও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এই বছর তাদের পূজো ১৬ বছরে পা দিচ্ছে, তাদের মণ্ডপর থিম বাংলাদেশে ঢাকেশ্বরী মন্দির।