মানিকচক: যেকোনো সময় গঙ্গায় তলিয়ে যাবে কামালতিপুরের মসজিদ, তল থেকে মাটি সরে যাওয়ায় ধরেছে ফাটল
অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় রয়েছে কামালতিপুরের একমাত্র মসজিদ। দল থেকে মাটি সরে যাওয়ায় মসজিদ যে কোন মুহূর্তে গঙ্গা গড়বে তলিয়ে যাবে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। মসজিদের তরফে সকল মানুষকে সতর্ক করে দেওয়া হয়েছে এবং মসজিদ থেকে যত সামগ্রী বের করা যায় সবকিছু সরিয়ে নেওয়া হয়েছে। বিভিন্ন প্রান্তের মানুষ এই মসজিদে নামাজ পাঠ করতে আসতেন কিন্তু গঙ্গা ভাঙ্গনে সেটিও আর রক্ষা পাবে না এমনটাই মনে করছেন এলাকাবাসী। যেকোনো মুহূর্তে ভেঙ্গে পড়বে মসজিদ। আতঙ্কে গ্রামবাসী।