পশ্চিম মেদিনীপুর জেলার একাধিক দাবিতে ব্লক স্বাস্থ্য দফতরের সামনে বিক্ষোভে সামিল হলেন আশাকর্মীরা। মাসে নূন্যতম ১৫ হাজার টাকা উৎসাহ ভাতা, বকেয়া ইনসেনটিভ-এর টাকা সহ মোট আট দফা দাবিতে লাগাতার কর্মবিরতিতে নামলেন আশা কর্মীরা। শ্রমিক সংগঠন এআইইউটিইউসি অনুমোদিত পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের পক্ষ থেকে সারা রাজ্য ব্যাপী কর্মবিরতি শুরু হয়েছে। সেই আন্দোলনে সামিল কেশিয়াড়ি, দাঁতন, দাঁতন দুই, নারায়ণগড়ের আশা কর্মীরা।