মালঞ্চ এলাকায় রাস্তার উপর পাথর ফেলে রাখায় রবিবার সন্ধ্যা ৭ টা নাগাদ পথদুর্ঘটনায় আহত দুই মোটর বাইক চালক। কলকাতা বাসন্তী হাইওয়ের মিনাখাঁর মালঞ্চ বাজারের কিছু দূরে রাস্তার উপর পাথর ফেলে রাখা হয়েছে। এলাকার অসাধু ব্যবসায়ীরা এই রাস্তার উপর অবৈধভাবে ইমারতী দ্রব্য ফেলে রেখেছে। আর এই ইমারতী দ্রব্যতে মোটর বাইকের চাকা পিছলে আহত হয়েছে দুই মোটর বাইক চালক। এদিন সন্ধ্যাবেলায় পরপর দুটি মোটর বাইক চালক এই এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। তাদের স্থানীয়রা উদ্ধার করে মি