মুর্শিদাবাদ জিয়াগঞ্জ: জিয়াগঞ্জে বিশ্বকর্মা পুজো ও শারদীয়ার সূচনায় সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশ্বকর্মা পুজো ও শারদীয়ার শুভ আরম্ভের লগ্নে আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠল জিয়াগঞ্জের একটি বেসরকারি পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং কলেজ। জেলার দ্বিতীয় এই কলেজে প্রতিবছরের মতো এ বছরও শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করতে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ সকাল প্রায় ন’টা নাগাদ শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিলেন খ্যাতনামা লোকশিল্পী তন্ময় কর। তাঁর কণ্ঠে একের পর এক জনপ্রিয় গান পরিবেশিত হলে পুরো অনুষ্ঠানস্থল ভরে ওঠে উচ্ছ্বাসে।