করিমপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এসআইআর সহায়তাশি বের করা হলো। এসআইআর এর খসড়া তালিকা ঘোষণার পর মঙ্গলবার করিমপুর এক নম্বর বিডিও অফিসে ভুল ত্রুটি এবং নাম বাতিল জবাব ভোটারদের শুনানি ছিল। এদিন করিমপুর এক নম্বর ও২ নম্বর পঞ্চায়েত, পিপুল বেরিয়া গ্রাম পঞ্চায়েত হোগলবাড়ীয়া গ্রাম পঞ্চায়েতের ভোটারদের এই শুনানিতে ডাকা হয়।