আজ বৃহস্পতিবার শালবনীতে আয়োজিত হল বিজেপির পরিবর্তন সভা। শালবনী বিধানসভার অন্তর্গত তিন নাম্বার মন্ডলের মাখলি এক নম্বর শক্তি কেন্দ্র এলাকায় আয়োজন করা হয় এই পরিবর্তন সভার। এদিন বিকেল প্রায় পাঁচটা নাগাদ শুরু হয় পরিবর্তন সভার আগে মিছিল। এরপর আয়োজন করা হয় সভার। এই সভা চলে সন্ধ্যা প্রায় সাড়ে সাতটা পর্যন্ত।