ঘাটাল: ঘাটাল পঞ্চ পল্লী সার্বজনীন দুর্গোৎসব পূজো কমিটির এবছরের পূজোর থিম অপারেশন সিঁদুর
পঞ্চ পল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটি, চলতি বছরের আনুমানিক বাজেট 17 লক্ষ টাকা। এবারের তাদের থিম অপারেশন সিঁদুর। প্রতিবছরই বিভিন্ন থিম এর পুজোর আয়োজন করে দর্শকদের বিপুল প্রশংসা কুরায় এই পূজা কমিটি। ২২ তম বর্ষে পদার্পণ করল এই পুজো কমিটি।