হবিবপুর রাইস মিল হাট ও আকতৈল অঞ্চল এলাকায় VBDC কর্মীদের সাফাই অভিযান, জানা গেছে শুক্রবার রাইস মিলহাট এলাকায় জনবহুল এলাকায় সাফাই অভিযান ও সচেতনতা বার্তা দেন তারা,মশা বাহিত রোগ প্রতিরোধ সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে জানা গেছে তারা প্রত্যেক সপ্তাহে একদিন করে এই সমস্ত কাজ করে থাকেন।