খবরের জেরেই বুড়িরহাট এ বিকল সোলার পথবাতি সারাইয়ের উদ্যোগ উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের। বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ বুড়িরহাট এ এসে বিকল সোলার পথবাতি গুলি পরিদর্শন এবং বিকল হওয়ার কারণ খুঁজে দেখেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর এর ইঞ্জিনিয়র ও সংশ্লিষ্ট এজেন্সির কর্মী। প্রসঙ্গত দিনহাটা বুড়িরহাটে রাস্তার দু-ধারে লাগানো বিকল হয়ে পড়ে রয়েছে সোলার পথবাতি গুলি। ওয়ারেন্টি সময়সীমা থাকার পড়েও প্রায় ছয় মাস ধরে বিকল হয়ে পড়ে রয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থা