তমলুক: ২ নাবালিকার দেহ তমলুক জেলা হাসপাতালে ময়নাতদন্তের পর তুলে দিল পরিবারের হাতে,আজ চোখের জলে বিদায় জানালো ২ গ্রামের বাসিন্দা
পূর্ব মেদিনীপুর জেলার মাজনাবেড়িয়ায় দিদির বাড়িতে বেড়াতে এসে নেতুরিয়ার বছর 10শের পরমা দাস আর দিদির প্রতিবেশীর মেয়ে বছর 11 দেবযানী দাস পুকুরে স্নান করতে নেমে জলে তলিয়ে যায়। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে এড়াশাল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করে। আজ তমলুক জেলা হাসপাতালে মৃত দুই নাবালিকার ময়নাতদন্ত হয়। মাজনাবেরিয়া এবং নেতুরিয়ার সহ এলাকার মানুষের চোখের জলে পরমা ও দেবযানীকে শেষ বিদায় জানালো