তেহট্ট ১: মদের সঙ্গে কীটনাশক মিশিয়ে মৃত্যু হল,ছাতিনার এক ব্যক্তির
গত শুক্রবার দুপুরে ছাতিনার বাসিন্দা রজন বল্লভ বযস ৪২ অজ্ঞাত কারণে মদের সাথে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন, পরিবারের লোকজন দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে তাকে নিয়ে আসে তেহট্ট মহকুমা হাসপাতালে, চিকিৎসা চলাকালীন অবস্থায় গত শুক্রবার বিকেলে তার মৃত্যু হয়। এরপরে রজনবল্লভের মৃতদেহ সংরক্ষণের জন্য রাখা হয় তেহট্ট মহকুমা হাসপাতালের মর্গে।