খোয়াই: খেংরাবাড়ি এলাকায় গাঁজা বাগান ধ্বংস করল পুলিশ ও বিএসএফ যৌথভাবে
Khowai, Khowai | Oct 3, 2025 বাইজাল থানার পুলিশ গাঁজা বিরোধী অভিযানে ৪৫ হাজার গাঁজা গাছ ধ্বংস করে। বাইজাল থানার থানার অন্তর্গত খেংরাবাড়ি এলাকায় পুলিশ ও টিএসআর এবং বিএসএফ যৌথ অভিযানে উপযুক্ত গাজা গাছ ধ্বংস করে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।