আলিপুরদুয়ার ১: দেশের মধ্যে সবথেকে বড় গণ্ডার উদ্ধার প্রজেক্ট সফল, অপরেশন রাইনোতে ১০ গণ্ডার ফেরানো হলো জলদাপাড়ায়,জানালেন DFO
গত ৫ অক্টোবর তোর্ষা নদীতে জল বেড়ে যাওয়ায় প্রচুর গণ্ডার , বাইসন জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে চলে এসেছিল।তাদের ফেরানোর কাজ সেদিন থেকেই শুরু করেছিল বন দপ্তর।শুক্রবার রাতে সব গন্ডার ফেরানো সম্ভব হয়েছে।শনিবার দুপুর দেড়টা নাগাদ এমনটাই জানালেন জলদাপাড়া জাতীয় উদ্যানের DFO পারভিন কাশওয়ান।এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান অপরেশন রাইনো নামে একটি প্রজেক্ট শুরু করা হয়েছিল।