মুরারই ১: মোহুরাপুরের বাংলার ভোট রক্ষা শিবিরে এসে SIR- এর ফর্ম ফিলাপ নিয়ে খোঁজখবর নিলেন বিধায়ক ডাক্তার মোশারফ হোসেন
মুরারই ১ নম্বর ব্লকের মহুরাপুর অঞ্চলের মহুরাপুর গ্রামের বাংলার ভোট রক্ষা শিবির এদিন ২৯ নভেম্বর শনিবার বিকেলে বিশেষ পরিদর্শন করলেন মুরারই বিধানসভার তৃণমূল বিধায়ক ডাক্তার মোশারফ হোসেন। এছাড়াও সঙ্গে ছিলেন মুরারই এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিনয় কুমার ঘোষ,বীরভূম জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ সেরাজুল ইসলাম খান। এদিন শিবিরে এসে SIR - এর ফর্ম ফিলাপ নিয়ে খোঁজখবর নেন।