মাদারিহাট: বৃহস্পতিবার সন্ধ্যায় বীরপাড়ার দলমোড় গুমটিতে দুর্ঘটনায় মৃত যুবকের দেহটি শুক্রবার ময়নাতদন্তে পাঠাল পুলিশ
বৃহস্পতিবার সন্ধ্যায় বীরপাড়া লঙ্কাপাড়া রোডে দলমোড় গুমটিতে পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়। জানা গিয়েছে, যুবকের নাম অজয় সন্দীক।৩৭ বছর বয়সী ওই যুবকের বাড়ি লঙ্কাপাড়া চা বাগানের এলবি । তিনি মোটরবাইক চালিয়ে বীরপাড়ায় যাওয়ার সময় একটি গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান। প্রসঙ্গত ওই এলাকায় মাঝে মাঝেই পথ দুর্ঘটনায় মানুষের প্রাণ যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, বেপরোয়া গতিতে যানবাহন চলাচলেই পরপর দুর্ঘটনা ঘটে চলেছে। মৃত যুবকের দেহটি শুক্রবার ময়নাতদন্তে