আড়শা: আড়ষা থানা সার্ব্বজনীন কালীপূজার পূজার শুভ উদ্বোধন
Arsha, Purulia | Oct 20, 2025 আড়ষা থানা সার্ব্বজনীন কালীপূজা কমিটির পক্ষ থেকে কালী পূজার শুভ উদ্বোধন ও বস্ত্র বিতরণ করা হল । সোমবার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ডেস্ক সভাধিপতি নিবেদিতা মাহাতো, বিশিষ্ট সমাজসেবী উজ্জ্বল কুমার সহ ওসি বিশ্বজিৎ সরকার।