বর্ধমান ১: SIR সংক্রান্ত কাজ সেরে বাড়ি ফেরার পথে এক ব্যক্তিকে মারধরের ঘটনায় এনায়েৎনগর থেকে ২জনকে গ্রেফতার করলো খণ্ডঘোষ পুলিশ
ধৃতদের নাম মালেক শেখ ও শেখ সাহাবুদ্দিন ওরফে ভোটার। বুধবার ভোররাতে বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, খণ্ডঘোষ থানার এনায়েৎনগরের বাসিন্দার শেখ সুজাউদ্দিন মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ গ্রামে এসআইআর সংক্রান্ত কাজ সেরে বাড়ি ফিরছিলেন। সেই সময় একটি দোকানের সামনে কয়েকজন তাঁর পথ আটকায়। অস্ত্রশস্ত্র নিয়ে তাঁর উপর হামলা চালায়। তাঁকে মারধর করা হয়। এমনকি তাঁকে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।