খাতড়া: বিহার জয়ে খাতড়ায় অকাল দীপাবলি, ঢাকঢোলে বিজেপির গ্রান্ড সেলিব্রেশন
Khatra, Bankura | Nov 14, 2025 বিহারে এনডিএ-র বিপুল জয়ের উচ্ছ্বাসে খাতড়া শহরে অকাল দীপাবলি উদযাপন করলেন বিজেপি কর্মীরা। শুক্রবার সন্ধ্যায় ঢাক–ঢোল, বাজি ও লাড্ডু বিতরণে উৎসবের আমেজ ছড়ায়। রঙ্কিনীতলা থেকে শুরু হয়ে দাসের মোড়, থানা মোড়, রাজাপাড়া ও পাম্প মোড় ঘুরে বিশাল বিজয় মিছিল শহর পরিক্রমা করে। নরেন্দ্র মোদির জয়ধ্বনিতে মুখরিত হয় এলাকা। বিজেপি সমর্থকদের দাবি—বিহারের পর ২০২৬-এর নির্বাচনে বাংলাতেও উঠবে গেরুয়া ঝড়।